চবির শিক্ষক ড. আফতাব হোসেনের স্মরণে
চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আয়োজনে মিলাদ ও দোয়া
চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র ও প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ড. আফতাব হোসেনের স্মরণে চাঁদপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আয়োজনে এ দোয়ার ব্যবস্থা করা হয়।
ড. আফতাব হোসেনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকায়। তিনি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
চবি’র সাবেক এই ছাত্র ও শিক্ষকের স্মরণে ১৭ সেপ্টেম্বর শনিবার বাদ আছর শহরের চিশতিয়া জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা এনামুল হক।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এক্স স্টুডেন্ট ক্লাব চাঁদপুরের আহ্বায়ক ফখরুল ইসলাম, সদস্য ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, রোটাঃ মোস্তাক আহমেদ, অ্যাডঃ রফিকুল হাসান রীপন, অ্যাডঃ সাইফুল ইসলাম, আঃ ছামাদ খান (রাজন), মোঃ মাসুদ, আনোয়ার হোসেন, রাকিবুল ইসলাম, নাসিরউদ্দিনসহ সাবেক ছাত্ররা ও মুসল্লিগণ।
উল্লেখ্য ফরিদগঞ্জের খাজুরিয়ার ড. আফতাব হোসেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে পড়াশোনা শেষে প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মস্থলে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই বিশ^বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি ৩ সেপ্টেম্বর রাতে বিশ^বিদ্যালয়ের ১নং গেটের মূল ফটকে হাটহাজারী রোডে সড়ক দুর্ঘনায় মারা যান।